Thursday, 4 August 2022

আপনার জমি থাকলে এই ভিডিওটি অবশ্যই দেখুনঃ

 https://youtu.be/jmX9Gb2cmjQ

জমি মিউটেশনের সময় কি কি কাগজপত্র BL&LRO অফিসে নিয়ে যাবেন?

জমির মিউটেশন পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইনের ৫০ ধারায় একটি নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হয়। আমরা নমুনা আবেদন পত্র এই আলোচনার শেষে সংযোজন করে দেবো।
এবার আসি রেকর্ডের বা মিউটেশনের আবেদন পত্রের সঙ্গে যে যে কাগজপত্র যোগ করতে হবে তার আলোচনায়।

   ১) বিক্রয়, দানপত্র, হেবানামা বা বিনিময় দলিলের জেরক্স।
   ২) আপনি যদি ওয়ারিশান সূত্রে জমি প্রাপ্ত হন তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সংগৃহীত ওয়ারিশান সার্টিফিকেট ।
   ৩) যার নামে রেকর্ড আছে সেই ব্যাক্তি থেকে যিনি নিজের নামে রেকর্ড করতে চাইছেন, সেই ব্যাক্তি পর্যন্ত পিঠ দলিল বা চেন ডিড।
   ৪) হাল খাজনা দেওয়া রসিদের কপি। 
   ৫) আবেদন পত্রের সঙ্গে ১০ টাকার কোর্টফি সমেত ঘোষনাপত্র।
ঘোষনা পত্রের নমুনা শেষাংশে সংযোজন করা হলো।
   ৬) অনলাইন বা ডি সি আর- এর মাধ্যমে মিঊটেশন ফি জমা দেওয়া চালানের কপি।
   ৭) আবেদনকারী ও বিক্রেতাগণের  নাম ঠিকানা লেখা খাম পাঁচ টাকার  ডাকট