Tuesday, 10 April 2018

বিষয়ঃ বর্গা ও ভাগচাষ সংক্রান্ত সমস্যা ও সমাধান|||প্রথম পর্বঃ~

 
                                             পর্ব ১

বর্গা ও ভাগচাষ সংক্রান্ত আলোচনার পূর্বে প্রথম আমাদের জানা উচিত বর্গাদার বলতে কাদের বোঝায়?

বর্তমান ভূমি সংস্কার আইনের ২(২) ধারায় বলা আছে

"Bargadar means a person who under the system generally known as adhi, barga or bhag cultivates the land of another person on condition of delivering a share of the produce of such land to that person who under the system generally known as kisani or by any other description cultivates the land of another person on condition of receiving a share of the produce of such land from that person, but does not include a person who is related the owner of the land as---"
  
 (সংক্ষেপে: বর্গাদার তার মালিককে একটা নির্দিষ্ট অংশ প্রদানের বিনিময়ে মালিকের জমিতে চাষ করেন। মালিকের সঙ্গে নিম্নলিখিত ভাবে সম্পর্কিত ব্যাক্তিরা মালিকের জমিতে বর্গাদার হতে পারেন না।)
   
a) Wife (স্ত্রী), or
b) Husband(স্বামী), or
c) Child(পুত্র বা কন্যা), or
d) Granchild(নাতি/নাতনি), or
e) Parent(পিতা বা মাতা), or
f) Grandparent(দাদু/দিদা), or
g) Brother(ভাই), or
h) Sister(বোন), or
i) Brother's son(ভাইয়ের পুত্র) or brother's daughter(ভাইয়ের কন্যা), or
j) Sister's son(বোনের পুত্র) or sister's daughter(বোনের কন্যা), or
k) Daughter's husband(কন্যার স্বামী), or
l) Son's wife(পুত্রের স্ত্রী),
m) Wife's brother(স্ত্রীর ভ্রাতা) or wife's sister(স্ত্রীর বোন), or
ma) Husband's Brother(স্বামীর ভ্রাতা), or
n) Brother's wife(ভাইয়ের স্ত্রী)
     
মনে রাখা প্রয়োজন:

১) বর্গা চাষের অধিকার বংশানুক্রমিক তবে হস্তান্তরযোগ্য নয়। যে জমিতে বর্গা আছে সেই জমি বিক্রয় হলেও সেই জমি থেকেও বর্গার উৎখাত হবে না।
2) তফশিল উপজাতি সম্প্রদায়ের মানুষের জমিতে তফশিলী উপজাতি সম্প্রদায় ব্যাতীত মানুষের বর্গা দাবি অগ্রাহ্য নয়।


দ্বিতীয় পর্বের জন্য এখানে ক্লিক করুন:
এখানে ক্লিক করুন:  বিষয়ঃ বর্গা ও ভাগচাষ সংক্রান্ত সমস্যার সমাধান|||তৃতীয় পর্বঃ~

বিষয়ঃ বর্গা ও ভাগচাষ সংক্রান্ত সমস্যা ও সমাধান||| চতুর্থ বা শেষ পর্বঃ ~
https://aamarbhumi.blogspot.in/2018/04/blog-post_25.html?m=1

কিভাবে বাংলারভূমি ওয়েবসাইট মোবাইলেও খোলা যায়?

(আরো বেশি তথ্য জানতে পরবর্তী পর্ব গুলিকে লক্ষ্য রাখুন। পেজটিকে লাইক করুন, আপনার কোন প্রশ্ন থাকলেও করতে পারেন)







11 comments:

  1. ১)আমি 53 বছর ধরে একটি জমিটে ভাগ চাষ করছি (১৩৭৩ সন থেকে)। জমির মালিক জোর করে অন্য কারোর কাছে জমি করে দিতে পারে কি?
    ২) জমিটি আমি নিতে চাইলে মূল্য কিভাবে নির্ধারিত হবে? ভাগ চাষি হিসাবে আমার প্রাপ্য কি?
    অনুগ্রহ করে জানাবেন।

    ReplyDelete
  2. আমার বাবা 1360 সালে বর্গা জমি রেকর্ড আছে দখল নেই আমি কি সেই জমি চাষ করতে পারব একটু বলে দিলে উপকৃত হতাম নমস্কার

    ReplyDelete
  3. আমার বর্গা জমি আছে ২০ কাঠা । জমির মালিক মারা গেছেন বহু বছর আগে । তার
    পুএকে প্রতি বছর ১০০০ টাকা করে দেওয়া হয় । এবং আমরা বর্গা চাষী হিসেবে চাষ করি । আমার প্রশ্ন হচ্ছে ফসল এর ভাগের সাথে , জমির ভাগ কি পেতে পারি ????

    ReplyDelete
  4. বর্গদার নিজে কুড়ি বছর আগে মারা গেছেন। বর্তমানে তাঁর ছেলেরা কি সমান সুবিধা ভোগী হবেন

    ReplyDelete
  5. বর্গা জমি বিক্রি করার আইন কিছু আছে?

    ReplyDelete
    Replies
    1. আমি ওয়ারিশ সূত্রে বর্গা জমির মালিক। কিন্তু কোন বর্গাদার দীর্ঘ 20 বছর জমির ভাগ না দিয়ে চাষ করেন। অপরদিকে জমির ওয়ারিশ হিসেবে জমির মালিকানা পেতে আধিকারিকদের কোনরকম সহযোগিতা পাচ্ছি না। বহু জায়গায় জমির মালিকানা বে ওয়ারিশগণ ওয়ারিশ এবং মালিক হয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন আমাদের কে একদিকে বর্গাদার মালিক হিসেবে মানছে না।

      Delete