
বর্গাদার মারা গেলে তার উত্তরাধিকারী কিভাবে মনোনয়ন করা হয়?
আজকের পর্বে আমরা আলোচনা করবো কিভাবে মৃত ব্যাক্তির উত্তরাধিকারী মনোনয়ন করা হয়।
বর্গাদার মারা গেলে এবং তার একাধিক উত্তরাধিকারী থাকলে যে কোন উত্তরাধিকারী মৃত বর্গাদারের উত্তরাধিকারী হওয়ার জন্য অথবা জমির মালিক রাজস্ব আধিকারিকের নিকট উত্তরাধিকারী নির্বাচিত করার জন্য আইনের ১৫(ক) ধারায় আবেদন করতে পারেন।
আবেদন বর্গাদার মারা যাওয়ার এক মাসের মধ্যে করতে হবে। সাধারণতঃ যারা বর্গাদার অল্প শিক্ষিত বা তারা সমাজের পিছিয়ে পড়া মানুষ। আইন সম্পর্কে অনভিজ্ঞ। ফলে সময় মতো আবেদন করতে পারেন না। সে কারণে তারা দেরিতে আবেদন করলেও বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে তামাদি আইনের(Limitation Act)-এর ৫ ধারায় বিলম্বের বিষয়টিকে মকুব করে শুনানি করা বাঞ্ছনীয়।
উত্তরাধিকারের মধ্যে একাধিক দাবিদার থাকলে রাজস্ব আধিকারিককে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে, সরেজমিনে তদন্ত করে বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে।
বর্গাদারের কোন উত্তরাধিকারী না থাকলে রাজস্ব আধিকারিককে ঐ গ্রামের ভূমি সংস্কার আইনের ৪৯ ধারায় পাট্টা পাওয়ার যোগ্য ব্যাক্তিদের মধ্য থেকে কাউকে বর্গাদার নির্বাচন করতে হবে। তবে যদি দেখা যায় মৃত বর্গাদারের কোন উত্তরাধিকার-ই চাষ করার অবস্থায় নেই অথবা মৃত বর্গাদারের উত্তরাধিকাররা এবং ভূমি সংস্কার আইনের ১৮(১) ধারায় নির্বাচিত ভাগচাষ আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে কে বর্গা চাষ করবেন সেই সিদ্ধান্তে আসতে ব্যার্থ হন অথবা মৃত বর্গাদারের যে উত্তরাধিকারীকে বর্গাদার হিসাবে মনোনীত করা হয়েছে সে জমি সময়মতন চাষে আনতে না পারেন, তবে জমির মালিক নিজেই কোন ব্যাক্তিকে জমি চাষ করার জন্য মনোনীত করতে পারেন। সে ব্যাক্তি পূর্বতন ব্যাক্তিদের উত্তরাধিকারী হতেও পারেন অথবা নাও হতে পারেন।
এখানে ক্লিক করুন: বিষয়: বর্গা ও ভাগচাষ সংক্রান্ত সমস্যার সমাধান||| প্রথম পর্ব:~
এখানে ক্লিক করুন: বিষয়ঃ বর্গা ও ভাগচাষ সংক্রান্ত সমস্যার সমাধান|||তৃতীয় পর্বঃ~
এখানে ক্লিক করুন: বর্গাচাষ কিভাবে রদ করা যায়?
কিভাবে বাংলারভূমি ওয়েবসাইট মোবাইলেও খোলা যায়?
( আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই কমেণ্ট করুন)
কি পদ্ধতিতে বর্গাদার রেকর্ড হয়?
ReplyDeleteআমারও একই প্রশ্ন।
Deletezahangir baidya
ReplyDeleteযিনি বর্গাদার ছিলেন তিনি মারা যাবার পর তার কোনো পুত্র সন্তান না থাকায় তার একমাত্র বিবাহিত মেয়ে কি বার্গার অধিকারী হতে পারেন?
ReplyDeleteবর্গা চাষ জমি , বর্গাদার সেই জমি মালিকের কাছ থেকে,। জমি কিনে নেয় তবে কি বর্গা দার /জমির মালিক একই ব্যাক্তি হয়, সেই ভিত্তিতে কি বর্গাদার নাম পর্চা থেকে উঠা / উচ্ছেদ করা যায়।
ReplyDelete